২০২১ সালের ১৫ই জুলাই কিশোরগঞ্জের গরু ব্যবসায়ী শাহজালাল হত্যায় দীর্ঘদিন পলাতক ছিলেন ফেনী পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম। এঘটনার ১ বছর ৮ মাস পর আদালতে আত্মসমর্পণ করেন কালাম।
২০২৩ সালের ১৫ মে উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে ফেনী পৌরসভার কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর প্রেক্ষিতে আবুল কালাম বাদী হয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন। হাইকোর্ট বিভাগ উপর্যুক্ত প্রজ্ঞাপন ৬ মাস পর্যন্ত স্থগিত করেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) পূরবী গোলদার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
চলতি বছরের ০৩ ই মার্চ (রোববার) স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। রবিবার জারি হওয়া আদেশের কপি মঙ্গলবার (০৫ই মার্চ) বিকালে ফেনী পৌরসভায় পৌঁছে।
স্থানীয় সরকারের সচিবালয়ে একটি আবেদনে তিনি কাউন্সিলর পদ ফিরে পেতে আবেদন জানান।আবেদনের সাপেক্ষে হাইকোর্টের আদেশকৃত রিট পিটিশন নং ৯৫৩১/২০২৩ এ ফেনী পৌরসভার মেয়রের নিকট কাউন্সিলর পদে দায়িত্ব হস্তান্তরের একটি আদেশ কপি পাঠান।হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও এখনও স্বপদে দায়িত্ব পান নি আবুল কালাম।
এ বিষয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান" আইনি কিছু জটিলতা রয়েছে এখনও। দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় যাচাই চলছে।"
কালামের ওয়ার্ডে বর্তমানে অতিরিক্ত দায়িত্বে আছেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার।এ বিষয়ে ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী এড.ইউসুফ আলমগির জানান"স্থানীয় সরকারের আদেশ মোতাবেক তাকে স্বপদে ফিরতে এখন আর কোন বাঁধা নেই"
এ বিষয়ে কাউন্সিলর কালাম জানান"আমি ফেনী পৌরসভার মেয়রের সাথে একদিন দেখা করতে গিয়েছিলাম।তিনি আমাকে ' এরপর দিন দুপুর ১২ টার দিকে অফিসে আসতে বলেন।পরদিন ওয়ার্ডের লোকজন সহ দেখা করতে গেলে তিনি তেমন সাড়া দেন নি।এ বিষয়ে এমপি মহোদয় কেও অবহিত করেছিলাম। পৌরসভার একটি চিঠির আদেশের জন্য আমার দায়িত্ব পালন স্থগিত রয়েছে "
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর