পটুয়াখালীতে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা নামের কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টা ৫মিনিটের সময় শহরের ডিসিকোর্টের সামনে ফোরলেনে এ দুর্ঘটনা ঘটে। মৃত অধরা ইসলাম শহরের মুসলিমপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ রাসেল মুন্সির মেয়ে এবং পটুয়াখালী সরকারী মহিলা কলেজের মানবিক শাখার এইসএসসি পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মোঃ জসিম জানান, পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লাশ পোষ্টমর্টেম ছাড়াই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সময় অধরার সাথে থাকা বান্ধবী চাদনি ও অটোবাইকের যাত্রী মারুফার বরাদ দিয়ে বাবা মোঃ রাসেল মুন্সি জানান, শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে পৌরসভার মোড় থেকে সকাল পৌনে ১১টার দিকে চৌরাস্তার একটি হোটেলে নাস্তা করার উদ্দেশ্যে অটোরিক্সায় চড়ে রওনা হন। পথিমধ্যে ডিসিকোর্ট ফোরলেনে পৌছলে বেলা ১১টা ৫মিনিটের সময় অধরার গলায় থাকা ওড়নাটি অটোরিক্সার চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে অধরার গলায় ফাঁস পড়ে যায় এবং অধরা অটোবাইকের সিট থেকে নীচে পড়ে যায়। এসময় অধরার বান্ধবীসহ অটোবাইকে থাকা যাত্রীরা অধরাকে অটো থেকে নামিয়ে অন্য অটোবাইকে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক অধরাকে মৃত ঘোষনা করেন।
অধরার খালু মোঃ কামাল হোসেন জানান, অটোবাইকের চাকায় ওড়না পেচানোর ফলে অটোবাইকটি বন্ধ হয়ে যায়। এ সময় অধরার ঘাড়ের স্পাইরাল কট ভেঙ্গে যায় সাথে সাথে মারা যায়। পরে অটোবাইকের চালকও অধরার বান্ধবী ও যাত্রীর সাথে অধরাকে হাসপাতালে নিয়ে যায়। চালকের কোন ত্রুটি না থাকায় তার বিরুদ্ধে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করিনাই।
কামাল হোসেন জানান, আসর নামাজ বাদ অধরার জানাজা নামাজ শেষ করে পটুয়াখালী সরকারী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।অধরার মৃত্যুতে তার বান্ধু মহলসহ গোটা কলেজে শোকের ছায়া বিরাজ করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর