কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের মূলহোতা পাভেলকে আড়াল করতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য শফিকুল ইসলামকে মাদক মামলায় আসামি করে ফাঁসানোয় ভূরুঙ্গামারী থানার ওসি ও তদন্ত ওসির অপসারণ এবং অবিলম্বে শফিকুল ইসলাম এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা হতে অব্যাহতির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছেন। বুধবার (১২ জুন) বিকালে উপজেলার জয়মনিরহাট বাজারে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তারা বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভূরুঙ্গামারী এজেন্ট এমদাদুল হক পাভেল এর বাড়ি থেকে গত ৮ জুন ১৬০ পিস ফেন্সিডিল ও ২০ কেজি উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। মাদক উদ্ধারের সময় পাভেলকে পালিয়ে যেতে সহযোগিতা করে থানা পুলিশ।
পাভেলকে গ্রেফতার না করে অবসর সেনা সদস্য শফিকুল ইসলামকে ঐ মাদক মামলায় ফাঁসিয়ে দেয় ভূরুঙ্গামারী থানার ওসি ও তদন্ত ওসি। ওসি ও তদন্ত ওসির অপসারণ ও অবিলম্বে শফিকুল ইসলাম এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা হতে অব্যাহতির জোর দাবি জানান।
এসময় আব্দুল আজিজ, জাহিদুল ইসলাম, নুর আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর