বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে অভিযান চালিয়ে শাকিল জামান পিয়াস (৪২) নামে এক ব্যক্তিকে ২টি গাঁজা গাছসহ আটক করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই বিকাশ দত্ত'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পঞ্চকরণ ইউনিয়নের মহিশচরণী এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত মহাসিন হাওলাদারের ছেলে শাকিল জামান পিয়াসকে আটক করে পুলিশ। এ সময় তার মৎস্য ঘেরে থাকা ২ টি গাঁজা গাছ কেটে তা জব্দ করা হয়। গাঁজা চাষের অপরাধে আটককৃত শাকিল জামান পিয়াস পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন বলেন, মৎস্য ঘের থেকে ২টি গাজা গাছ সহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর