নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রিয়ান হাসান মাহফুন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১২ জুন) রাত ৮টার দিকে নড়াইল-যশোর সড়কে চাচড়া হাইওয়ে পুলিশ ফাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্য হয় মোটরসাইকেল চালক রিয়ান হাসান মাহফুন নামে ঐ স্কুল ছাত্রের।
এসময় মোটর সাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত মাহফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের নির্জন সড়কে যশোর দিক থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছিল মাহফুন। পথিমধ্যে চাচড়া বাজার ছেড়ে চাচড়া হাইওয়ে পুলিশ ফাড়ি পূর্বে ব্রিজ অতিক্রমের সময় ক্ষিপ্রগতিতে নড়াইল দিক থেকে যশোরমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেল। এঅবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস খবর পেয়ে মোটর সাইকেল আরোহী খায়রুজ্জামানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেই। তার বাম পা ও ডান হাত ভেঙ্গে যায়। তাকে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর