ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গুল খেয়ে আঠারো মাস বয়সী এক মেয়েশিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি গ্রামে ঘটনাটি ঘটে।
তবে শিশুটি নিজেই গুল খেয়েছে নাকি কেউ শিশুটিকে হত্যার উদ্দেশ্যে গুল খাইয়ে দিয়েছে এমন সন্দেহ উঠলেও পরিবারটি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে।
মারা যাওয়া শিশুটির নাম সিদ্দিকা আক্তার। সে ওই গ্রামের দিনমজুর কৃষক আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,বাড়ির একটি চৌকির ওপর শিশু সিদ্দিকাকে ঘুমন্ত রেখে শিশুটির মা বাবা দুজনেই ঘাস কাটার উদ্দেশ্যে ঘরের বাইরে যান। কাজ শেষে সন্ধ্যার সময় ঘরে ফিরে দেখতে পান শিশু সিদ্দিকার হাতে গুলসহ প্লাস্টিকের একটি কৌটা হাতে, সে বাড়ির উঠানের পাশে রাস্তার ওপর ছটফট করছে।
পরে শিশুটিকে অচেতন অবস্থায় পাশের এলাকার একটি বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, শিশুসন্তান সিদ্দিকাকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। তবে পরিবারটি মনে করে, গুল খেয়েই শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কারও বিরুদ্ধে পরিবারটি কোনো অভিযোগ করেনি। পরিবারটি খুব দরিদ্র বলেও তিনি জানান।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, গুল খেয়ে একটি শিশুটি মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় এডিএম এর অনুমতি সাপেক্ষে
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর