শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া বাইগরপাড়া এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদসহ আনোয়ার হোসেন (২৫) নামের এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার খলচান্দা গ্রামের শমশের আলীর পুত্র।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে বারোটার দিকে ৯ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ খবর