জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বারইপটল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একটি ফল বোঝাই একটি দ্রুতগামী ট্রাক (যার নম্বর ঢাকা মেট্রো ন-১৫-৫৬৪৩) ঢাকা-সরিষাবাড়ী মহাসড়কের মহাদান ইউনিয়নের বারইপটল এলাকার ব্রিজের পাশে ওভারটেক করতে গিয়ে একটি ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
ট্রাকের চালক ও হেলপার এবং ভ্যানচালক চিকিৎসার নামে গাঢাকা দেয় বলে জানা গেছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর