
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ মোস্তফা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেল ৩টায় পৌরশহর কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া মিয়া বাড়ি গ্রামের মো. জলিল মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৩ ঘটিকায় শিশু জুনায়েদ মোস্তফা বাড়ির পাশে শহিদ স্মৃতি সরকারি কলেজের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভার সমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুনাইদ মোস্তফা কে মৃত ঘোষণা করেন। জুনাইদ মোস্তফার পরিবার অত্র কলেজ পাড়া এলাকায় অস্থায়ী ভাবে বসবাস করছেন।
এই বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে পুকুরের গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি তাই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর