![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
রাজবাড়ীর পাংশা পৌর শহরের কুড়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে মোঃ ইসমাঈল মিয়া অরফে ইসলাম হোসেনের জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠছে, সাবেক বিজিবি সদস্য মৌরাট ইউনিয়নের কাচারীমোড় এলাকার জয়নাল হোসেনের ছেলে মোঃ নুরনবীর বিরুদ্ধে।
এমন অভিযোগ এনে রাজবাড়ীর আদালতে ১৪৪ ধারার আবেদন জানিয়েছেন ইসলাম হোসেন।
পাংশা মডেল থানার এ এস আই মোঃ লিখন মিয়া গত ২৪ মে ও ১২ জুন ২০২৪ ইং তারিখে পৃথক দু’টি নোটিশ জারি করেছেন। এদিকে শুক্রবার ১৪ জুলাই সকালে সরে জমিনে গিয়ে দেখাযায় মোঃ নুরন বীর লোকজন ভবন নির্মাণ কাজ করে যাচ্ছে, এমনত্ব অবস্থায় মামলার বাদী ইসমাঈল মিয়া দিশে হারা হয়ে পড়েছে। তার নিজের জমিতে জোর করে স্থাপনা করছে, ১৪৪ ধারা অমান্য করে কার ইশারায় ক্ষমতার দাপট দেখিয়ে এমন কাহ করায় সে বিচলিত হয়ে পড়েছে।
এ বিষয়ে তিনি আইনের সঠিক প্রয়োগ দাবি করে বলেন এ জমির নকশা ও রেকর্ড সংশোধনীর মাললা চলমান রয়েছে আদালতে এর মধ্যে কৌশলে আমার জমি দখল করার চেষ্টা চলছে। আমি ন্যায় বিচার প্রার্থনা করি। যার মিস পিটিশন নং-১৭২/২০২৪ ধারা ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪/১৪৫। এ মামলার পরবর্তী ধার্য তারিখ ৩ জুলাই ২০২৪ এর আগেই জবর দখল করে বাড়ি বানানোর পাঁয়তারা করে চলছে নুরনবী।
এ ব্যাপারে অভিযুক্ত নুরনবী বলেন, ইসমাইল হোসেন যে দাগে মামলা করেছে আমার জমি সে দাগে না, আমি আমার ক্রয়কৃত জমিতে সারা জীবনের অর্জিত টাকা দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করছি,শান্তিতে বসবাস করার জন্য সে খানে বাধা দেওয়ার হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর