গরম, যানবাহন সংকট, বাড়তি ভাড়া- এর সবই উপেক্ষা করে ঈদ-উল-আজহার ছুটিতে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দুর্ভোগ মেনে নিয়েই ঘরে ফেরা মানুষের ভিড় দেখা গেছে রাজধানীর উপকণ্ঠের মহাসড়কগুলোতে।
উত্তরবঙ্গগামী যাত্রীদের অনেকেই ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন খোলা ট্রাক বা পিক-আপে চেপে। পুলিশের করা নির্দেশনা থাকলেও থেমে নেই ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা।
একদিকে, কোরবানির পশুর চাহিদা মেটাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে ঢাকায় প্রবেশ করছে গরু। যাত্রীবাহী পরিবহনে বাড়তি ভাড়া আদায় করায় সেই ট্রাকে করেই যাত্রা করছেন অনেকে। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের ঝুঁকি নিয়ে এসব যানে উঠতে দেখা গেছে।
সকাল থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, একের পর এক গরুভর্তি ট্রাক প্রবেশ করছে ঢাকায়। বিভিন্ন গরুর হাটে ট্রাক ভর্তি গরু নামিয়ে ফেরার সময় ওই ট্রাকেই উঠে বাড়ি ফিরছেন নারী-পুরুষ-শিশুরা।
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি শুরু হওয়ায় সড়কে চাপ বাড়তে থাকে যাত্রীদের। বিশেষ করে বাইপাইল বাসস্ট্যান্ডে যাত্রীদের চাপ দেখা যায়। বাস ভাড়া বেশি থাকায় খরচ বাচাতে বাসের ছাদে বা ট্রাকে করেই বাড়ি ফিরছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। ঝুঁকি থাকলেও এসব মানুষের চোখে-মুখে হাসি দেখা গেছে; কারণটা বাড়ি ফেরা।
এদিকে, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীদের। আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো সিটপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা অতিরিক্ত আদায় করেছে বলে অভিযোগ করছেন যাত্রীরা।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর