গাজীপুরের কালীগঞ্জে সরকারি জমি প্রতারণার মাধ্যমে বিক্রির অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামি এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৪ জুন) বিকেলে উপজেলার বাহাদুরসাদী এলাকা থেকে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া ইউপি সদস্য মো. নজরুল ইসলাম উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন।
গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, মো. নজরুল ইসলাম বাহাদুরসাদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার। তাঁর বিরুদ্ধে ১ বছর আগে সরকারি জমি প্রতারণার মাধ্যমে বিক্রির দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তি কোর্টে মামলা দায়ের করেন। কোর্টের আদেশে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর