সারা বিশ্ব থেকে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান গতকাল শুক্রবার (১৪ জুন) সৌদি আরবের মিনায় অবস্থান করেছেন। এ সময় মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেছেন তারা। আজ শনিবার ফজরের নামাজ আদায় করেই তারা আরাফাতের ময়দানে যাবেন। খবর আরব নিউজের।
হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পাদনে হজযাত্রীদের যেন কোনো ঝামেলা পোহাতে না হয়, শুরু থেকেই সেদিকে নজর ছিল সৌদি কর্তৃপক্ষের। এই লক্ষ্যে ইতিমধ্যে নেয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দক্ষ ট্রাফিক ও নিরাপত্তা পরিকল্পনায় সহজেই হজযাত্রীরা তাদের গন্তব্যে যেতে পেরেছেন।
হজযাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৪ হাজারের বেশি চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও প্রশাসনিক কর্মী নিয়োগ করেছে। এ ছাড়া হজযাত্রীদের সেবায় নিবেদিত ১৮৯টি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং মোবাইল ক্লিনিকে তাদের পরিবহনে ৭৩০টি অ্যাম্বুলেন্স এবং সাতটি এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৭০ হাজারের বেশি হজযাত্রী এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।
এর আগে গতকাল শুক্রবার (১৪ জুন) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে হয় আরাফাতের দিন। আর ১০ জিলহজে পশু কুরবানি করেন হজযাত্রীরা। কুরবানি শেষে আরও দুইদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। অর্থাৎ হজ সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লাগে পাঁচদিন।
এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসল্লি হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২ হাজার ৭৭২ জন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর