ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় কাভার্ড ভ্যান সিএনজির উপর উল্টে পড়ে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, ত্রিশাল উপজেলার বৈলর এলাকার আমির উদ্দিন মন্ডলের ছেলে সিএনজি ড্রাইভার আব্দুল হালিম (৩৮) ও সিএনজির যাত্রী একই উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ কবির হোসেন (৩৯)।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, পণ্যবাহী কাভার্ড ভ্যানটি ইউ-টার্ন নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজির উপর উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই ২জন নিহত হন। নিহতদেও লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি ও ক্ষতিগ্রস্থ সিএনজিটি থানা হেফাজতে আছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর