
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ মেম্বারকে পিটিয়ে আহত করার ঘটনায় আবারও আলোচনায় এসেছেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন। হামলার ঘটনায় আহত ইউপি সদস্য রামানন্দপুর গ্রামের মোঃ সুরুজ্জামানের পুত্র মিলটন মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ৩নং ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা বাজারের পূর্ব পার্শ্বে ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। অপর আহত ইউপি সদস্য মাজালিয়া গ্রামের মরহুম মারফত আলীর পুত্র আজাহার আলী। শুক্রবার সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ডোয়াইল ইউনিয়ন পরিষদে মেম্বারদের না জানিয়ে চেয়ারম্যান চাল বিতরণ করছিল। দুস্থ ব্যক্তিদের অভিযোগ পেয়ে ওজনে কম এবং তালিকা বহির্ভূত ব্যক্তিদের চাল না দেয়াড় জন্য পরিষদের ট্যাগ অফিসারকে অনুরোধ করলে চেয়ারম্যানের ক্যাডাররা মেম্বারদের উপর হামলা এবং অকথ্য ভাষায় গালাগাল করে।
এ ঘটনায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত এ অভিযোগ দায়ের করা হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় ইউপি মেম্বার মিলটন মিয়া ও আজাহার আলীকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
ডোয়াইল ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ডলি আক্তার বলেন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন আমাদের না জানিয়েই চাল বিতরণ করছে। চাল ওজনে কম দেয়াড় অভিযোগ পেয়ে আমরা বলতে গেলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
ইউপি সদস্য ফরহাদ হোসেন শিমুলসহ অন্যান্য মেম্বাররা বলেন, মাষ্টাররুল ও তালিকা মোতাবেক চাল বিতরণ করার জন্য অনুরোধ করায় চেয়ারম্যানসহ ক্যাডার বাহিনী আমাদের উপর হামলা করেছে। দুই ইইপ সদস্যকে বেধড়ক পিটিে হাত ভেঙ্গে দিয়েছে।
ইউপি সদস্য আজহার বলেন, চেয়ারম্যানের ৩০/৪০জন ক্যাডার অতর্কিত আমাদের উপর হামলা করে।
উল্লেখ্য, গত ২২/০২/২০২৪ ইং তারিখে উপজেলার ডোয়াইল ইউপি’র চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে পরিষদের ২ জন নারী মেম্বার সহ ৯ জন ইউপি সদস্য অনাস্থা দেয়। গত ২ এপ্রিল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত ডোয়াইল ইউনিয়ন পরিষদে গিয়ে তদন্তের কাজ শুরু করেন। সেই থেকে চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়।
ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন মুঠোফোনে কল দেওয়া হলে নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম বলেন, দুই ইউপি মেম্বার চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অপিসার ইনচার্জ মুশফিকুর রহমান বরেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক শফিউর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তাদেরকে থানায় অভিযোগ দিতে বলেছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর