
ঈদের বাকি আর মাত্র একদিন। শেষ সময় ঈদে বাড়ি যেতে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে দুই সড়ক মহাসড়ক সহ স্টেশনগুলোতে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন কর্মজীবীরা। গেল তিনদিনে অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সেই সুবাদে অনেকেই ইতোমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে, আজ দুপুরের পর সব কারখানা ছুটি হওয়ার পর থেকে মহাসড়কে চাপ বেড়েছে তবে কোন প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটে তাই গাজীপুর জেলা ও মেট্রো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি ট্রাফিক অশোক পাল জানান সড়কের কোথাও যানজট নেই স্টেশন গুলিতে যাত্রী উঠানো মার কারণে কিছুটা প্রেসার রয়েছে থেমে থেমে চলছে গাড়ি তবে দুপুরের পরিস্থিতি মোকাবেলায় অধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। মেট্রোপলিটন এলাকায় ৫ শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
স্টেশনগুলোতে যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত গাজীপুরের মহাসড়কগুলো যানজট পরিস্থিতি তৈরি হয়নি।
তবে স্টেশনগুলোতে গাড়ির জটলা রয়েছে। ধীর গতিতে চলছে গাড়ি। বাড়তি ভাড়ার চাপ এবং যানবাহন স্বল্পতার জন্য অনেক ঘরমুখো মানুষই জীবনের ঝুঁকি নিয়ে পিকাপ ভ্যান, খোলা ছাদের ট্রাক এবং বাসের ছাদে ভ্রমণ করছেন।
মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা, হাইওয়ে ও জিএমপি পুলিশ একযোগে কাজ করছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বলে জানিয়েছে কর্তব্যরত পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর