ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সুদের টাকা না পেয়ে কৃষকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার বৈদ্যবাড়ী গ্রামের কৃষক মিজানুর রহমান অভাবের তাড়নায় পারিবারিক প্রয়োজনে ৪ বছর পূর্বে প্রতিবেশী নান্নু ফকির ও মাসুদ ফকিরের কাছ থেকে দাদনে এক লাখ চল্লিশ হাজার টাকা নেন।
এরই মধ্যে গত তিন বছরে শতকরা দশ টাকা হারে ৪ লক্ষ টাকা পরিশোধ করেন তিনি। সংসারের তেমন আয় না থাকায় এখন আর সুদ দিতে পারেননি। সুদের টাকা দিতে না পাড়ায় ঘরে তালা মারার হুমকি দিয়ে গরু নিয়ে যায় দাদন ব্যবসায়ী নান্নু ফকির ও মাসুদ ফকির। পালিয়ে বেড়াচ্ছেন কৃষক পরিবার। লাভের টাকা না পেলে পরিবারের যে কোনো সদস্যকে পাওয়ামাত্র বেঁধে রাখার হুমকি দেয়া হয়েছে।দাদন ব্যবসায়ী প্রভাবশালী হওয়ায় ভোক্তভোগী পরিবার প্রতিবেদককে চরম নিরাপত্তাহীনতার কথাও জানায়।
কৃষক মিজানুর বলেন, ‘দাদন ব্যবসায়ী নান্নু ফকির ও মাসুদ ফকির সুদের টাকার জন্য বাড়িতে এসে ঘরে তালা দেওয়ার কথা বলে গরু নিয়ে যায়। গরু বিক্রি করে সুদের টাকা দিব বাকী টাকা দিয়ে ঈদের কেনা কাটা করব তা আর হলো না। প্রতিবাদ করলে মারপিটের হুমকি দেন। এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই বলে কি আমাদের গরু নিয়ে যাবে, আমরা কি বিচার পাব না?’
অভিযোগের বিষয়ে জানতে দাদন ব্যবসায়ী নান্নু ফকির ও মাসুদ ফকিরকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, আমি এ বিষয়টি জানি না, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর