নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্যগণের সাথে মতবিনিময় করেছেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ।
শনিবার (১৫ জুন) রাত সাড়ে এগারোটায় স্থানীয় প্রেস ক্লাব হলরুমে এ মতবিনিময় সভা হয়। প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ ( হাসান তনা) এর সভাপতিত্বে এতে স্মার্ট কিশোরগঞ্জ গঠনে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ ঠিকাদার।
আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সিএসএম তপন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল মোরসালিন শাকীর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, সদস্য মাফি মহিউদ্দিন প্রমুখ।
এর আগে নব নির্বাচিত চেয়ারম্যান স্থানীয় প্রেসক্লাবে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সালাউদ্দিন/সাএ