খাগড়াছড়ির গুইমারায় ১৯৮ লিটার চোলাইমদ সহ ১জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৫০)। সে লক্ষীপুর জেলার কমলনগর থানার চর মার্টিন এলাকার মোতালেব মিয়ার ছেলে।
রবিবার (১৬ই জুলাই) রাতে গুইমারা বাজারের চেক পোষ্টের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় কাঁঠালবাহী পিকআপ থেকে ৮টি পাটের বস্তায় ১০ লিটার, ৫ লিটার এবং ২ লিটারের জার্কিং ও বোতলে সর্বমোট১৯৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, কাঁঠাল বোঝাই একটা পিকআপ খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। গাড়িটি গুইমারা থানা এলাকায় পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা চেকআপের জন্য সীগনাল দিলে চালক চেকপোস্ট অতিক্রম করে একটু সামনে গিয়ে গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এসময় গাড়িতে থাকা কাঁঠালের নিচে বস্তা ভর্তি চোলাই মদ এবং গাড়িতে থাকা অপর ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মূলত চোলাইমদ গুলো চট্টগ্রাম শহরের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে বলে জানান আটক আলমগীর।
গুইমারা থানার অফিসার্স ইনচার্জ আরিফুল আমিন জানান, কাঁঠাল বাহী গাড়িতে করে চোলাই মদ পরিবহনকালে ১ জনকে আটক করা হয়েছে। এঘটনায় চালাক পালিয়ে যায়। গাড়িতে ৯টি জারিকেন ও ৪৫ টি প্লাস্টিকের বোতল ভর্তি সর্বমোট ১৯৮ লিটার চোলাই মদ ছিল। যা পরস্পর যোগ সাজশে পরিবহন করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলো। চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি তল্লাশি করে কাঁঠালের নিচে বস্তা থেকে চোলাই মদ গুলো জব্দ করে। ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
সালাউদ্দিন/সাএ