![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফের চাল পেয়ে ৪ হাজার অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে।
জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এমপি উপজেলার ৮টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন।
মহাদান, পিংনা, পোগলদিঘা, সাতপোয়াসহ ইউনিয়নের দুঃস্থ্যদের মাঝে ১০কেজি করে ভিজিএফের চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমএ গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, পিংনা ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফতেহ লৌহানী, ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান আবু তাহের, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমূখ।
রোববার সকালে নিজ বাড়ীতে আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এমপি এবং তার সহধর্মিনী ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় দুই সহস্রাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর