![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
লক্ষ্মীপুরের রামগঞ্জে নামাজ পড়া শেষে মসজিদের ভেতর শাহজাহাম ভুট্টু (৫০) নামে এক কৃষক মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার (১৭ জুন) জোহরের নামাজ শেষে রামগঞ্জ পৌরসভার সোনাপুর চৌরাস্তা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত শাহজাহান উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা ভুঁইয়া বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ও পেশায় কৃষক ছিলেন।
জানা গেছে, শাহজাহান হৃদরোগে আক্রান্ত রোগী ছিলেন। ঈদের নামাজ শেষে ব্যক্তিগত কাজে তিনি রামগঞ্জ শহরে যায়। পরে জোহরের নামাজ পড়তে সোনাপুর চৌরাস্তা জামে মসজিদের যান। নামাজ শেষে অসুস্থতাবোধ করলে মসজিদেই তিনি শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে এর মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল বলেন, শাহজাহান নামে এক লোক মসজিদেই মারা যান। মরহুমের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর