
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন- রাসেল ও রাব্বি। আহতরা হলেন- বিপ্লব, রাতুল ও সাগর। এই পাঁচ তরুণ বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
ঈদের দিন রোববার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান।
তিনি বলেন, ‘দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে যায় এবং গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।’
ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহত অবস্থায় হাসপাতালে আছেন আহসান উল্লাহ হক রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)।
ওসি জানান, তারা পরস্পরের বন্ধু এবং সবার বাসা দারুস সালাম এলাকায়। রাব্বির ওষুধের দোকান রয়েছে, আর রাসেল একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতেন।
আহত সবার অবস্থাই গুরুতর জানিয়ে ওসি বলেন, ‘প্রাইভেট কারের চালকের আসনে ছিলেন রাতুল। তারা মিরপর ১০ নম্বরের দিক থেকে ফার্মগেইটের দিকে যাচ্ছিলেন। ঈদের রাতে রাস্তা ফাঁকা পেয়ে দ্রুত গতিতে চালাতে গিয়ে তারা এই দুর্ঘটনার কবলে পড়েন।’
রার/সা.এ
সর্বশেষ খবর