আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলল ৩৬ রান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং।
কিন্তু মঙ্গলবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ছয় বলে ছয় ছক্কা না মেরেই এক ওভারে ৩৬ রান তুললেন। এমন ব্যাটিং তাণ্ডবের পর আফগানিস্তানের বিরুদ্ধে ১০৪ রানেরবসহজ জয় পেয়েছে উইন্ডিজ।
ক্যারিবিয়ান ইনিংসের চতুর্থ ওভারে ৩৬ রান দেন আফগান বোলার আজমতুল্লা ওমারজাই। সেই ওভারের প্রথম বলেই ছক্কা মারেন পুরান। পরের বলটি নো বল ছিল। সেই বলে চার মারেন ক্যারিবিয়ান ব্যাটার। ফ্রি হিটের বলটিতে ওয়াইড করেন ওমারজাই। সেই বলটি বাউন্ডারির বাইরে চলে যায়। পরের বলটিও ফ্রি হিট ছিল। সেই বলে বোল্ড হয়ে যান পুরান। কিন্তু ফ্রি হিট থাকায় তিনি আউট হননি। পরের দুটি বলে চার মারেন পুরান। শেষ দুটি বলে ছক্কা। এক ওভারে ৩৬ রান দেন ওমারজাই।
উইন্ডিজ পাওয়ার প্লে-তেই ৯২ রান তুলে নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা রেকর্ড। পুরান ম্যাচে ৫৩ বলে ৯৮ রান করেন। তার ইনিংসে ভর করেই ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
জনসন চার্লস ৪৩ রান করেন। আফগান বোলারেরা কোনো ভাবেই রান আটকাতে পারছিলেন না।
ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ফলে ২১৯ রানের লক্ষ্য পার করা সম্ভব হয়নি তাদের পক্ষে। ১১৪ রানেই শেষ হয়ে যায় রশিদদের ইনিংস।
সব থেকে বেশি রান করেন ইব্রাহিম জাদরান। গ্রুপ পর্বে চারটি ম্যাচ জিতে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।
রার/সা.এ
সর্বশেষ খবর