পাবনার চাটমোহরে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে ডুবে আশরাফুল ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার বিলচলন ইউনিয়ন চরসেন গ্রাম মহাজের পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০ টার দিকে বিলচলন ইউনিয়ন চরসেন গ্রাম মহাজেরপাড়া গুমানী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে গুমানি নদীতে একটি পিকনিকের নৌকা গান বাজিয়ে যাচ্ছিল। এসময় কৌতূহল বসত গ্রামের বেশ কয়েকটি শিশু নদীর পাড়ে সেই নৌকা দেখতে যায়। নৌকা দেখার সময় অসাবধানতায় শিশু আশরাফুল নদীর পানিতে পড়ে যায়।
এসময় অন্য শিশুরা চিৎকার চেচামেচি শুরু করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান বলেন, গুমানী নদীতে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে পড়ে চরসেন গ্রাম মহাজের পাড়ার সাইদুল ইসলামের ছেলে ৩ বছরের ছোট শিশু আশরাফুলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর