ঠাকুরগাঁও সদরে ঈদের দ্বিতীয় দিনে ৭শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সদরের রহিমানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ উদ্যোগে এ মাংস বিতরণ করা হয়। এ সময় রহিমানপুর ও রাজাগাঁও ইউনিয়নের অসহায় ও দরিদ্রদের মধ্যে মোট ৭শ জনকে দুই কেজি করে গরুর মাংস দেওয়া হয়।
এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মো. আব্দুল হাই আরিফ, সংস্থাটির সোশ্যাল মবিলাইজার রওশন আরা, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম,সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
শাহেদা বেগম নামে এক প্রতিবন্ধী বলেন, আমি হাঁটতে পারি না, হুইল চেয়ার দিয়ে কোরবানির ঈদে মাংসও সংগ্রহ করতে পারি না। এবারও ঈদের দিন মাংস তেমন কেউ দেয়নি। কিন্তু ঈদের দ্বিতীয় দিন ইসলামিক রিলিফ থেকে দুই কেজি মাংস পেয়েছি। আমার মতো অনেক অসহায়রা গরুর মাংস পেয়েছে।
সংস্থার প্রজেক্ট অফিসার আব্দুল হাই আরিফ বলেন,বিগত কয়েক বছর ধরে দরিদ্র ও অসহায় পরিবারদের মাঝে কোরবানির মাংস বিতরণ করছি। এ বছর সংস্থার পক্ষ থেকে মোট ২০টি গরু কোরবানি দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর