![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম লাইজু মিয়া (৪২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মৃত লাইজু মাটি কাটার চুক্তির কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষ করে পুকুরে গোসল করে পরনের লুঙ্গি ও গামছা টিনের বেড়ায় নেড়ে দেওয়ার সময় বিদ্যুতের তারে হাত লাগলে শক খেয়ে সে মাটিতে পড়ে যায়। পরে পাশে থাকা লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর