শেরপুরের নালিতাবাড়ীতে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলের মানুষের বাড়ি ঘরে পানি ঢুকতে শুরু করেছে। বুধবার (১৯ জুন) সকাল থেকে খরস্রোতা চেল্লাখালী ও ভোগাই নদীতে এই ঢল নামে। বর্তমানে এই দুই নদী কানায় কানায় ভরে গিয়ে ভারত থেকে প্রবল বেগে বাংলাদেশের অভ্যন্তরে পানি ঢুকছে।
জানা গেছে, গত দুই দিনের ভারী বর্ষণে উজানে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার দক্ষিণ গারো হিল থেকে প্রবাহিত উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী ও নয়াবিল ইউনিয়নের ভোগাই নদীতে প্রবল স্রোতে ঢল নামছে। বর্তমানে ভাটির দিকে নালিতাবাড়ী, যোগানিয়া, বাঘবেড় ও কলসপাড় ইউনিয়নের কমপক্ষে ১০টি গ্রামের মানুষের বাড়িতে ঢলের পানি ঢুকতে শুরু করেছে। এমন একটানা কয়েক দিন বৃষ্টি থাকলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন এলাকাবাসী। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির সাথে প্রচুর পরিমানে লাকড়ি ভেসে আসে। এসময় গ্রামবাসীরা দলবেঁধে লম্বা কাঠির সাহায্যে লাকড়ি সংগ্রহ করেন।
এদিকে, পাহাড়ি ঢলের পানিতে উপজেলার নিম্নাঞ্চলের আসন্ন আমন আবাদের জন্য সৃজিত বেশ কিছু বীজতলা নিমজ্জিত হয়েছে। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে যদি দ্রæত ঢলের পানি নেমে যায় তাহলে বীজতলার তেমন কোন ক্ষতি হবে না।
উপজেলার কলসপাড় এলাকার আব্দুল মান্নান বলেন, চেল্লাখালী নদীতে প্রবল স্রােতে পানির ঢল নামছে। এতে দুই উপছে গিয়ে বাড়ি ঘরে পানি ঢুকে অকাল বন্যার আশংকা দেখা দিয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী এবং ভোগাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, শুকনো খাবার থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর