শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাতে গিয়ে অমিও হাসান নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অপর মোটরসাইকেল চালক সিয়াম মিয়া।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অমিও হাসান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং আহত সিয়াম একই গ্রামের আব্দুল বাছেত মিয়ার ছেলে।
এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে বুধবার (১৯ জুন) বিকেলে মনিরুজ্জামান নামে একজনকে গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, সিয়াম ও অমিও হাসান দুইজন দুই মোটরসাইকেল নিয়ে উপজেলার কালাকুমা এলাকায় পাল্টাপাল্টি প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় একই পথে একটি যাত্রীবাহী অটোরিকশা গেলে দুটি মোটরসাইকেলে থাকা দু’জনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরমধ্যে সিয়াম রাস্তায় পড়ে আহত হয়। তবে অমিও হাসান অটোরিকশায় ধাক্কা খেয়ে গুরুতর জখম হয়ে রাস্তার পাশে ক্ষেতের পানিতে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে এলে অমিও হাসানকে ক্ষেতের পানিতে নিমজ্জিত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, এই ঘটনায় নিহত অমিও হাসানের পিতা তাজুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করার পর মনিরুজ্জামান নামে একজনকে গ্রেপ্তার করে বুধবার শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর