চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ জোবাইর (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ তজু মুন্সির গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবাইর সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার গারাঙ্গিয়া হাতিয়ারকুলের আবদুল কাইয়ুমের ছেলে। এ ঘটনায় মো. মাসুক (২২) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনারদিন চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এসময় বিপরীতমুখী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে জোবাইরকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ বিনাময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর