টানা বর্ষন ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে ডুবে যাওয়া বসত বাড়ি থেকে বন্যার্তদের উদ্ধার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ। বন্যা কবলিত এলাকার মানুষের পাশে এসে সহায়তায় নিয়ে দাড়ানোর জন্য সকল মহলে প্রশংসিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করায় মানুষ বন্যাকবলিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিকের নেতৃত্বে থানার সকল অফিসার ও ফোর্স দুটি টিমে বিভক্ত হয়ে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার ধরেরপাড় গ্রামের ১০টি পরিবার, দূর্গাপুর গ্রামের ৫টি পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছিয়ে দেয়।
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারদের খাবারের জন্য চিকেন বিরিয়ানি বিতরণ করা হয়।এছাড়াও বিভিন্ন আশ্রয় কেন্দ্র খাবার বিতরণ করা হয়। এছাড়াও থানার সামনের ক্ষতিগ্রস্ত দোকান- দারদের মালামাল উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করে। ওসি শ্যামল বনিক একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং রোগীর সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক জানান, আশ্রয়কেন্দ্র গুলোর সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রতিটি আশ্রয় কেন্দ্রে একজন করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে এবং ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও নৌ-পেট্রোল ডিউটি চালু রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর