• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুন, ২০২৪, ১২:৫৭ দুপুর
bd24live style=

মামলায় কেউ জেলে বাকীরা পলাতক, ফাঁকা পেয়ে দুই বাড়ি লুট

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় দুই গেরস্তের বসতবাড়ি, গোলার ধান, জমির ফসল, বাগানের গাছ, নগদ টাকা ও ৩টি পুকুরের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক কবির আহমদের পক্ষে তার মেয়ে রোকেয়া বেগম বাদী হয়ে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ জনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন। লামা কোর্টের সি.আর. মামলা নং- ১৮৯/২০২৪। 

উপজেলার ৫নং সরই ইউনিয়নের ১নং ওয়ার্ড হাছনা পাড়ায় (নাইচ্ছার ঝিরি) এই ঘটনা ঘটে। বিবাদীরা হলেন, মোঃ আব্দুল ওয়াহেদ, মোঃ মোবিন, মিনহাজ উদ্দিন, মছুদা বেগম, মিঠু আক্দার, ফাতেমা বেগম, জান্নাত আরা বেগম ও হোসনে আরা।

মামলার সূত্রে ও বাদী রোকেয়া বেগম জানান, ১৯৮০-৮১ইং সনের ৬২৪৫ নং বন্দোবস্তিমূলে তার বাবা কবির আহমদ ৩০১নং সরই মৌজার নাইচ্ছার ঝিরি এলাকায় ৩ একর ৩য় শ্রেণীর জমি এবং ১৯৮৬-৮৭ইং সনের ১৫২৬নং বন্দোবস্তি মোকদ্দমা মূলে ৫ একর ১ম ও ২য় শ্রেণীর জমির মালিক স্বত্ত্ববান ও ভোগ দখলে আছেন। 

উক্ত জায়গায় বাদীনির পিতা রোপিত ও সৃজিত আকাশমনি, মেহগণি, গর্জন ও ম্যালেরিয়া গাছসহ ৩ একর জায়গার রোপিত গাছ ১১ লক্ষ ৮০ হাজার টাকায় জনৈক খুলু মিয়া সওদাগরের কাছে বিক্রি করেন। গত ১৪ মে ২০২৪ইং মঙ্গলবার নগদে ৬ লক্ষ টাকা প্রদান করেন এবং বাকী টাকা গাছ কাটা শেষে দেয়া হবে বলে চুক্তিবদ্ধ হয়। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে বিগত ১৬ মে ২০২৪ইং বেলা ১১টায় গাছ কাটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী আকবর আহমদ পক্ষের সাথে এক অনাকাঙ্কিত ঘটনা সংগঠিত হয়। 

উক্ত ঘটনায় আকবর আহমদের ভাই মোঃ ওসমান গনি নামে একজন মারা যায়। সে ঘটনাকে কেন্দ্র করে ৬নং বিবাদী ফাতেমা বেগমের স্বামী আকবর আহমদ বাদী হয়ে লামা থানার মামলা নং- ১০(০৫) ২০২৪ইং দায়ের করে। মামলায় বাদী রোকেয়া বেগমের পুরো পরিবারকে আসামী করায় বাদীনির বাড়ি একেবারে পুরুষশূন্য হয়ে পড়ে।সেই সুযোগে বিবাদীগণ আক্রোশ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত ১৭ মে ২০২৪ইং শুক্রবার সকাল ৯টায় ১-৮নং বিবাদীগণসহ আরো অজ্ঞাতনামা ০৪/০৫ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ দা, কিরিচ, লোহার রড, গাছের বাটাম নিয়ে এসে ১নং বিবাদীর নির্দেশে ২-৮নং বিবাদীগণ বাদীনির পিতার বাড়ি বাহিরে থাকা গোলা ভর্তি প্লাস্টিকের বস্তায় থাকা ৫০০ আরি ধান চুরি করে ট্রলি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। 

একই লোকজন দরজা জানালা ভাংচুর করে জোরপূর্বক বাদীনির মাতামহের বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাড়িতে থাকা ২০০ কেজি চাউল চুরি করে নিয়ে যায়। বাড়ির ভিতরে থাকা বাদীনি শোর চিৎকার করতে থাকলে বিবাদীগণ এলোপাতাড়ি মারধর করে বাদীনিকে ৩ মাসের শিশুসহ কক্ষে আটক করে রেখে বাদীনির মাতামহের কক্ষে থাকা আলমারীতে রক্ষিত গাছ বিক্রয়ের নগদ ৬ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। 

এছাড়া ব্যবহারের ২ ভরি স্বর্ণালংকার, বাড়িতে থাকা ৫০ হাজার টাকার মূল্যের ক্রোকারিজ সামগ্রী ছিনিয়ে নেয় এবং বাড়ির ভিতরে থাকা ব্যবহারের হাড়ি, পাতিল, আসবাবপত্র, দরজা, জানালা ভাংচুর করে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।বিবাদীগণ বাড়ির পার্শ্ববর্তী টিলা ভূমিতে ৩০ শতক জায়গা বাদীনির মাতামহ কর্তৃক সৃজিত ১টি পানের বরজে বিক্রয়ের উপযোগী আনুমানিক ৩ লক্ষ টাকার পান ছিড়িয়া নিয়ে যায় এবং বাগানে থাকা স্তুপকৃত আনুমানিক ৫ লক্ষ টাকার গাছ লুট করে নিয়ে যায়। বিষয়টি মুঠোফোনে জানালে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ বিবাদীগণের কবল থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায়। 

বিবাদীগণ ইহাতেও ক্ষান্ত না হয়ে পরবর্তীতে গত ৫ জুন ২৪ইং বিকাল অনুমান ৪টায় সকল বিবাদীগণ বাদীনির বসতবাড়িতে এসে অশ্লীলভাষায় গালি-গালাজ করে বলে যে, “গত ১৭/০৫/২০২৪ইং তারিখের ঘটনার বিষয়ে কোন প্রকার মামলা মোকদ্দমা করার সাহস করলে পূর্বের ন্যায় আরও বেশি মাত্রাই অত্যাচার, নির্যাতন সহ ক্ষতিসাধন করবে। বাড়ি-ঘরে শান্তিতে বসবাস করিতে দিবে না” মর্মে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

মামলার বাদী পক্ষের আইনজীবি মোঃ রুবেল হাসান বলেন, ‘মামলায় ১৪৩, ৪৪৮, ৪২৭, ৩২৩, ৩৭৯, ৩৮০, ৫০৬(২) দঃবিঃ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়েছে। স্বাক্ষী প্রমাণে সত্যতা পেলে বিবাদীদের প্রচলিত আইনে সাজা হবে।’ 

এদিকে বিবাদী পক্ষের লোকজন জানান, তাদের ভাই ওসমান গনি হত্যা মামলা হতে রেহাই পেতে তাদের মামলার আসামীরা এই ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই ধরনের কোন ঘটনা ঘটেনি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com