মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে ৬৩০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইন সহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে গাংনী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো- গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ার এলাহী বক্সের ছেলে শাহজুল ইসলাম(৩৮), সহড়াতলা গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত আখসেদ আলীর ছেলে মশিউর রহমান মুসা(৪৫), কুঠি ভাটপাড়া গ্রামের কাবুলের ছেলে কাজল(১৯) ও খাসমহল গ্রামের আব্দুল আজিজের ছেলে পল্টু(৪০)।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আহসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের টিম কাজীপুর গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ৫৬০ বোতল ফেন্সিডিল সহ সাহাজুলকে, সহড়াতলা গ্রামের মাদ্রাসা পাড়ায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সহ মশিউর রহমান মুসাকে, কুঠি ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা সহ কাজলকে ও খাসমহল গ্রাম থেকে ৪ গ্রাম হেরোইন সহ পল্টুকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
সট- আহসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন), মেহেরপুর।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর