বৃহস্পতিবার দুপুর থেকে যশোরের মানুষের স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। এ বৃষ্টি শুরু হয়ে চলে ঘণ্টাব্যাপী হলেও সন্ধ্যা পর্যন্ত টিপটপ করে হয়েছে। এ বৃষ্টিতে মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহার পর স্বস্তি ফিরে এসেছে।
গতকাল বুধবার সকাল থেকে মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলছিল। এ কারণে যশোরের কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেটা কোন কাজে আসেনি। এতে মানুষের অস্বস্তি আরো বেড়ে যায়। কিন্তু বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলার সাড়াপোল এলাকায় প্রথমে বৃষ্টির সূত্রপাত হয়। ওই এলাকায় প্রায় আধাঘণ্টা যাবৎ বৃষ্টিপাত হয়।
এরপর দুপুর ১টা ৪০ মিনিটে যশোর শহর সহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। যা চলে প্রায় একঘণ্টা। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। ঈদের পর যে ভ্যাপসা গরম চলছিল বৃষ্টির ফলে অনেকটা কমে যায়। অনেকে বৃষ্টিতে রাস্তায় নেমে ভিজেছে ও আনন্দ উল্লাস করেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর