খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ জুন) পর্যটন কেন্দ্রের মূল ফটকে বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তি দেখা যায়।
গত সোমবার ঈদের দিন পার্কের লেকে কায়াকিং (এক ধরনে বোট বা নৌকা) করার সময় পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্র মারা যায়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যটকরা সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কঠোর সমালোচনা করেন। যার ফলে মৌখিক বন্ধ ঘোষণা করেন স্থানীয় উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২০ জুন) বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তি ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করা হয়।
অনির্দিষ্টকালের জন্য পার্ক বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, দর্শনার্থীদের নানা সুযোগ সুবিধা নিশ্চিত করতে পার্কের উন্নয়নের কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজ শেষ হলে পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
পাহাড়, প্রকৃতি ও ইকো-ট্যুরিজমের উপর গুরুত্ব দিয়ে একাধিক স্থাপনা নির্মাণের ফলে গত বছর 'মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মানিকছড়ি উপজেলা প্রশাসন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানের পর্যটকদের কাছে প্রিয় ইকো-ট্যুরিজম পার্ক হিসেবে পরিচিতি লাভ করে এটি। যার ফলে বছরের সব সময় দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত থাকে পার্কটি। তবে ঈদের দিন এক দর্শনার্থীর অসাবধানতায় ও সংশ্লিষ্টদের অবহেলায় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন থেকে মৌখিকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় পার্কটি। এতে করে ঈদের মৌসুমে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ঘুরতে এসে ফিরে গেছেন।
পার্কে প্রবেশ করতে না পেরে ফিরে যাওয়া চট্টগ্রাম থেকে আগত দর্শনার্থী রায়হানের সাথে কথা হলে তিনি জানান, দেশের দীর্ঘতম জীপলাইনসহ পার্কের দর্শানীয় বিভিন্ন স্থান ঘুরে বেড়াতে আসেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করায় পার্কে প্রবেশ করতে পারেননি তিনি। এছাড়াও পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে পর্যটকদের জন্য পার্কটি উন্মুক্ত করারও দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।
উল্লেখ্য, গত সোমবার ঈদের দিন দুপুরে পার্কের লেকে কায়াকিং করার সময় পানিতে ডুবে মারা যায় ইসরাফিল নামে এক দর্শনার্থী।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর