বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাসিবুর রহমান রিজুর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুর বিএমএসফের উদ্যোগে শুক্রবার (২১ জুন) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সভাপতি ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাংবাদিক ওবায়দুর রহমান।
বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন,গৌরীপুর বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান,শামীম আনোয়ার প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর