চট্টগ্রামের লোহাগাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বার আউলিয়া কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন, সিএনজি চালক উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ার জামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (২০), একই ইউনিয়নের ঠাকুরদীঘির আব্দুল মজিদের স্ত্রী হালিমা আক্তার (৬০), মালিপাড়ার নুর মোহাম্মদের ছেলে মোবারক আলী (২৫), সাতকানিয়া উপজেলার ছৈয়দপুকুর এলাকার ব্রাহ্মণ পদ আচার্য এবং পরিমল আচার্য। এরমধ্যে প্রথম দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত প্রত্যেকই সিএনজি অটোরিকশার যাত্রী।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনারদিন চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার এবং বিপরীতমুখী সিএনজি অটোরিকশা উল্লিখিত এলাকায় পৌঁছালে স্পিডব্রেকারে থামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দু'টি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সিএনজিতে থাকা চালক-যাত্রীসহ পাঁচজন আহত হন। এরমধ্যে চালকসহ দুইজন গুরুতর আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হচ্ছে। গাড়ি দু'টি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর