কৃষিতে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর উদ্যোগ চাই এরই ধারাবাহিকতাই জাগো কৃষক বাঁধো জোট এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় জাতীয় পতাকা ও কৃষকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন(এমপি)।
এরপর কবুতর অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ছেলুন। এরপর জেলা কৃষক জোটের সকল নেতৃবৃন্দসহ কৃষি ইতিহাস-ঐতিহ্য তুলে ধারে এক বর্ণাঢ্য র্যালি করা হয়। চুয়াডাঙ্গা জেলা শিল্প কলা একাডেমি থেকে বড়বাজার শহীদ হাসান চত্বর ঘুরে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি মঞ্চে। আলোচনা সভাটি সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমেন টিপু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাজহান আলী বিশ্বাস।
এরপর জাতীয়, আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে যাদের হারিয়েছে তাদের স্মরণে শোকগাথা পাঠ করেন রিসো এর প্রজেক্ট জোঅর্ডিনেটর মসিউর রহমান। এরপর তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সভায় কৃষক জোটের পক্ষ থেকে বিভিন্ন দাবি নামা তুলে ধরেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত জোয়ার্দ্দার।
এরপর সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হাত ধারে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পেছনে কৃষিতে অনেক অবদান। আজ বাংলাদেশ কৃষিতে সয়ংসর্ম্পুন্ন। কৃষি বিপ্লব প্রতিনিয়ত ঘটছে। তাই কৃষকদের উদ্বুদ্ধকরণ করতে হবে সবসময়। তাহলে কৃষি আরও এগিয়ে যাবে। সরকার প্রধান শেখ হাসিনা কৃষিতে উন্নয়ন ঘটছে। রিশো সংস্থার ধন্যবাদ কৃষিতে ভূমিকা রাখার জন্য।
কৃষি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। কৃষির জলবায়ুর পরিবর্তন করতে হলে কৃষিতে উদ্যোগ বাড়াতে হবে। কৃষি কাজে সমস্যা সমাধানের জন্য কৃষিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে কৃষি প্রধান দেশ। কৃষি জলবায়ু পরিবর্তন কৃষকরাই ঠেকাতে পারবে। এই সকল কৃষকের ঐক্য বোধ্য হয়ে কৃষির অবদান রাখতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এ, এইচ, এম, শামিমুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ জাকারিয়া, প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশিনুর রেজা, রিশো'র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহ-সভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দ্দার, সহ- সভাপতি শেফালী খাতুন, আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের সভাপতি এমদাদুল হক, দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, জীবননগর উপজেলা কৃষক জোটের সভাপতি আবুল কালাম আজাদ, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক জোটের সকল নেতৃীবৃদ।
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প(চাষাবাদ) এর আওতায় অনুষ্ঠানটি আয়োজন করেন রিশো সংস্থা। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃখশ জোটের সাংগঠনিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা একই স্থানে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর