রৌমারীতে একটি বন্য বিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত রবিবার (১৬ জুন) দিনগত রাত কর্তিমারী বাজারে আরএস ফ্যাশন দোকান ঘরে ঢুকে পড়ে ছিলো। ৬দিনপর বনবিভাগের কর্মকর্তারা বন্য বিড়ালের বাচ্চাটিকে উদ্ধার করে।
স্থানীয় আব্দুস সালাম মিয়া বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত আসাম প্রদেশের মানকারচর থেকে বন্যার পানির সাথে বন্য বিড়ালটি আসতে পারে। যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার গভীর রাতে একটি দােকান ঘরে ঢুকে পরে।পরে দােকান মালিক রৌমারী সদর ইউনিয়ন এর চাক্তাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল ইসলাম এর বাড়িত একটি খাঁচায় আটক রাখা হয়।
কর্তিমারী বাজারের আরএস ফ্যাশন এর মালিক রাসেল ইসলাম জানান, রাত প্রায় আড়াইটার দিকে আমার দােকান বন্য বিড়ালটা প্রবেশ করে। পরে পাটের চট দিয় বাচ্চাটিকে ধরে খাঁচায় আটকিয়ে রাখি। মানুষ দেখল গর্জন দিয়ে উঠে এবং ভয় লাগে। আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে খবর দিয়েছি।
রৌমারী বনবিভাগের কর্মকর্তা ইকবাল হাসান (ভার:) বলেন, গ্রামে একটি বন্য বিড়ালটির খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং বন্য বিড়ালটিকে উদ্ধার করি।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, বিষয়টি বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানাে হয়েছে।
সর্বশেষ খবর