কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ইতিমধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। বন্যার্ত মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ৭ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই মেডিকেল টিম নিয়মিত বন্যার্ত মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
শনিবার (২২ জুন) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের ঔষধ সহ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার এমসি এইচ এফপি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) ডা: সুবিমল চন্দ, ডা. স্বপন তালুকদার (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার), সুফিয়া বেগম (FWV), নকুল চন্দ্র দাস (FPI), সুমি বেগম (FWA), জমিলা বেগম (আয়া) সহ পিপিটি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, বন্যার্তদের চিকিৎসার জন্য আমাদের সাতটি মেডিকেল টিম কাজ করছে। মেডিকেল টিমের পক্ষ থেকে বন্যার্তদের স্বাস্থ্য সেবার পাশাপাশি ফ্রি ঔষধ দেয়া হচ্ছে।
স্বাস্থ্য সেবা পাওয়া বন্যার্ত মানুষেরা জানান, স্বাস্থ্য সেবাসহ ঔষধ ফ্রি দেয়ায় সরকারকে ধন্যবাদ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর