চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপ রাসেলস ভাইপার সন্দেহে ২৪ ঘণ্টার ব্যবধানে দু‘টি অজগর এবং একটি গোখরা সাপকে মেরে ফেলা হয়েছে। শনিবার (২২ জুন) রাত ১১টায় এবং আগেরদিন শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় চলাচলের রাস্তায় একটি সাপ দেখতে পান স্থানীয়রা। সেটিকে রাসেলস ভাইপার মনে করে মুহূর্তের মধ্যে পিটিয়ে মেরে ফেলেন উপস্থিত জনতা। পরে জানতে পারেন সেটি গোখরা সাপ।
একদিন দুপুর ১টার দিকে বড়হাতিয়া ঘোনার মোড় এলাকায় বিলে একটি সাপ দেখতে পেয়ে স্থানীয় জনতা সেটিকেও রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলেন। সেটি ছিল অজগর সাপ। এর আগেরদিন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চুনতি ডেপুটি পাড়া মসজিদের পেছনে ফয়েজ আহমদের মুরগির খামারের পাশে একটি সাপ দেখা গেলে আতঙ্কে চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয়রা সেটি মেরে ফেলেন। সেটিও পরে জানতে পারেন অজগর সাপ।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, মেরে ফেলা দুটি সাপের মধ্যে একটি ইন্ডিয়ান প্রজাতির এবং আরেকটি বার্মিস গোলবাহার প্রজাতির অজগর। এ প্রজাতির অজগর চুনতি অভয়ারণ্যে বাস করেন।
এরা মাঝে মধ্যে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসেন। তিনি আরও জানান, রাসেলস ভাইপার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সাপকে এভাবে মেরে ফেলা ঠিক হবে না। এবং এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর