ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে ফেলে রাখা টিনের ট্রাঙ্কের (সুটকেস) ভেতর অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় সাদা রঙের ট্রাউজার পরিহিত ট্রাঙ্কের ভেতর লাশটি কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।
সোমবার (২৩ জুন) সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা বোটঘাট এলাকার ব্রিজের পাশে ফেলে রাখা তালাবদ্ধ নতুন একটি টিনের ট্রাঙ্ক পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাঙ্কের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।
জাজিরা পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আল-মামুন জানান, স্থানীয় নজরুল নামের এক ব্যক্তির ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে সুরতহালের সময় লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শ্বাসরোধের মাধ্যমে অন্য কোথাও হত্যাকাণ্ড সংগঠিত করে লাশটি গুম করার উদ্দেশ্যে ট্রাঙ্কে ভরে এখানে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর