নেত্রকোনায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংঘটন আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন ছোটবাজার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন।
পরে ১১ টায় দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে সমাবেশ করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান,জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায়,যুগ্ম সম্পাদক অধ্যাপক ভজন সরকার,সাবেক সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক,উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, সদর আ,লীগের সম্পাদক হাফিজুর রহমান খান,পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি,সম্পাদক টিটু দত্ত রায়সহ দলীয় নেতাকর্মীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর