কুমিল্লায় মোবাইল ফোন ও নগদ টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (২৩ জুন) গভীর রাতে কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের ধর্মপুর ও দৌলতপুর এলাকায় থেকে গ্রেফতার করেছে। কুমিল্লা কোতয়ালী থানার ধর্মপুর এলাকার মৃত মাহে আলমের পুত্র মেহেদী হাসান রাব্বী (২৫) ও সাতরা চম্পকনগর এলাকার কামাল হোসেনের পুত্র কামরুল হাসান রিফাত (২০) ও দৌলতপুর এলাকার কামাল হোসেনের পুত্র মো: আল আমিন (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ভূইয়া।
পুলিশ জানায়- ২২ জুন সকাল সাড়ে ৭টায় কুমিল্লা আসার পথে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথায় চট্টগ্রামমুখী মহাসড়কের উপর অজ্ঞাতনামা ৪ জন লোক একটি অটোরিক্সা যোগে এসে সফিকুল ইসলাম শুভ (২৪) নামে এক কিশোরকে অবরুদ্ধ করে। এ সময় তাদের হাতে থাকা সুইচ গিয়ার ও চাকু দ্বারা ভয়ভীতি দেখিয়ে এবং তার শরীরে গুরুতর জখম করে। একপর্যায়ে তাঁর নিকট থাকা নগদ ২৭ হাজার টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরে ভুক্তভোগী সফিকুল ইসলাম শুভ (২৪) থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে শনিবার রাত ১টার সময় তিন জনকে গ্রেফতার করেছে। এ সময় মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত সুইচ গিয়ার, লম্বা ধারালো চাকু, অটোরিক্সা এবং নগদ হাজার টাকা উদ্ধার করেছে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগির হোসেন ভূইয়া বলেন- ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর ও দৌলতপুর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর