গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকালে কালিয়াকৈর বাসটার্মিনালে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ, কেককাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটি উদ্যাপিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাড: আকম মোজাম্মেল হক এমপি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মঞ্চে কেক কাটেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একমাত্র বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ অ্যাড: আকম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠান সঞ্চালন করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম তুষার।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর