ফেনী সদর উপজেলা পরিষদের দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুসেন চন্দ্র শীল। গতকাল রবিবার এ উপলক্ষ্যে প্রথম মাসিক সভা ছাড়াও গাছের চারা রোপন-বিতরণ, অনগ্রসর মহিলাদের কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি। পুনঃ:নির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, পুনঃনির্বাচিত ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম, ফাজিলপুর ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান মজিবুল হক রিপন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, ধলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি প্রমুখ। শেষে উপজেলা পরিষদের হল রুমের সামনে বৃক্ষরোপন করেন আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম সহ অতিথিবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর