জয়পুরহাটের হিচমি- পুরণাপৈল বাইপাস সড়কের বামনপুর চারমাথা এলাকায় মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় হাবিবুল্লাহ (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোর পাঁচটার দিকে জয়পুরহাট শহরের বামনপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ (৮০) জয়পুরহাট সদর উপজেলার বামনপুর চারমাথা দত্তপাড়া এলাকার বাসিন্দা।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত হাবিবুল্লাহ প্রতিদিনের মত আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়। এরপর মসজিদে নামাজ শেষে বামনপুর চারমাথা এলাকায় চা খেয়ে বাইপাস সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রুহল নামে এক ব্যক্তির বাড়ির সামনে দুটি কোচের মুখোমুখি সংঘর্ষের সময় বাসের চাপায় ঘটনাস্থলেই কৃষক হাবিবুল্লাহর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে হাবিবুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর আরও বলেন, ময়নাতদন্তের জন্য হাবিবুল্লাহর মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর