রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর, চরবামনেরচর পূর্বপাড়া ও খাটিয়ামারী গ্রামে রাস্তা না থাকায় বিপাকে গ্রামবাসী। বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয়। চলাচলের জন্য মাত্র দেড় থেকে দুই কিলোমিটার সড়ক না থাকায় ফসলি জমির মাঝের আইল দিয়ে দীর্ঘদিন থেকে যাতায়াত করছেন এলাকাবাসি। ধান রোপণ ও ফসল উৎপাদনের সময় চরম দুর্ভোগ পোহাতে হয়।
অপর দিকে বর্ষাকালে দুর্ভোগের আর শেষ থাকে না, কৃষি নির্ভর এই গ্রামের মানুষের উৎপাদিত কৃষিপণ্য উপজেলা সদর ও বিভিন্ন হাট বাজারে পৌঁছাতে, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এবং রোগীদের হাসপাতালে পৌঁছাতে চরম কষ্ট করতে হয়। গুচ্ছগ্রাম তুরা রোড থেকে সোজা পূর্ব দিকে রোডের রতনপুর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর বাড়ির পাশদিয়ে ঈদগাঁহ মাঠ হয়ে রতনপুর কবরস্থান বাইতুল হামদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার পরে পাকা রাস্তা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার।
এই রাস্তা দিয়ে ভ্যান গাড়ী অটো চলাচলের জন্য প্রশস্ত ১০ ফুট ও ৫ ফুট উঁচু) করে রাস্তাটি নির্মাণ করা হলে অনেক সুফল পাবে এলাকাবাসি। দুর্ভোগ প্রতিনিয়ত পোহাতে হচ্ছে বলে নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম।
গ্রামবাসীর চলাচলের জন্য রাস্তাটির ব্যবস্থা করা জন্য ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.বিপ্লব হাসান পলাশ এমপির কাছে জোর দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী মোহাম্মদ তইনুদ্দিন দেওয়ানী জানান, রাস্তা না থাকায় অনেক কষ্ট করে বাজারে যেতে হয়। ফসলি জমির আইল দিয়ে সারা বছর কষ্ট করে এভাবে চলাচল করতে হয়।
কৃষক সাইফুল ইসলাম জানান, আমরা ফসল উৎপাদন করে ফসল হাটে পৌঁছাতে অনেক কষ্ট হয়। এই রাস্তাটি নির্মাণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
বীর মুক্তিযোদ্ধার সন্তান মেহেদি হাসান মাসুদ বলেন, রাস্তা না থাকায় দুর্ভোগের বিষয়টি ইতোমধ্যেই সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের অবগত করাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি। আশা করি জনভোগান্তি রোধে সকলের প্রচেষ্টায় রাস্তাটির নির্মাণে আন্তরিক হবেন।
ব্যাপারে ৪নং রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুর্ভোগের কথা স্বীকার করে জানান, ওই এলাকায় একটা রাস্তা না থাকায় সাধারণ মানুষের খুব সমস্যা হয়। আমি বিভিন্নভাবে যোগাযোগ করছি যাতে ওই খানে একটা রাস্তা হয়।উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান, জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর