মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাভুক্ত উপকারভোগীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নানা ধরনের প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ জুন) উপজেলার কয়েকটি ইউনিয়নে একযোগে উপকারভোগীদের ওই প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার (২৭ জুন) এই প্রশিক্ষণের সমাপ্তি হবে। এর আগে গত ১২ জুন এই প্রশিক্ষণের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
সূত্র জানায়, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নালিতাবাড়ী উপজেলায় ৬৯৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে একটি করে পাকা বাড়ি নির্মাণ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে ওইসব পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার লক্ষ্যে নানা ধরনের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
এসব প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছে হস্তশিল্প, সেলাই মেশিনের কাজ হাতে কলমে শিক্ষা, সমবায় সমিতি গঠন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, হাস মুরগী ও গবাদি পশু পালন, বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, বৃক্ষরোপণ, মৎস্য চাষ, কৃষি বিষয়ক প্রাথমিক জ্ঞান, গর্ভবতী মায়েদের চিকিৎসা, মা ও শিশুর পরিচর্যা, ক্ষুদ্র ঋণ, গ্রাম আদালত, জন্ম নিবন্ধন, সার্বজনীন পেনশন স্কিম, বাল্য বিবাহের কুফল ও মাদক নির্মূলে করণীয় বিষয়। ইতোমধ্যে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান শুরু করেছেন।
এই বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রশিক্ষণের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষ আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর