![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন বেসরকারি আবাসন প্রকল্পে অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাটের অভিযোগে পৃথক মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার পানজোড়ার সুখপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজীব টুলু।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নগরীর পানজোড়া এলাকার মো. মোতালেব মোল্লার ছেলে রায়হান মোল্লা (৩২), রাঙ্গামাটি কোতোয়ালির মরনসড়ি এলাকার শুকমনি চাকমার ছেলে বিপুল চাকমা (২১), নেত্রকোণা কেন্দুয়ার পুকটি এলাকার আবুল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৩) এবং উপজেলার দক্ষিণ সোম এলাকার নুরুদ্দিনের ছেলে সজল (৩১)।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজি টুলু বলেন, এ উপজেলার নাগরী এলাকায় অনুমোদনহীন অনেকগুলো আবাসন প্রকল্প রয়েছে। যারা কৃষকের জমি অবৈধভাবে দখল করে তাতে বালু ভরাটের পায়তারা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষি জমি রক্ষার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর