বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গির কবির নানক বলেছেন,আপনারা যারা বন্যার ক্ষতি গ্রস্থ হয়েছেন তাদের জন্যই আমি আমরা এসেছি,আপনাদের ঘর বাড়ি যে ক্ষতি হয়েছে তার জন্য স্বচ্ছ সহযোগী করা হবে। যত বান্ডিল টিন লাগে দেয়া হবে। এর সাথে আর্থিক সহায়তাও দেয়া হবে।
তিনি মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যায় ক্ষতি গ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণের সভায় প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্যই আমাদের কে পাঠিয়েছে আমরা দেখি আপনাদের অবস্থা। আপনাদের ব্লিজ প্রটেকশন, সড়কের কাজ হবে বন্যার পরপরেই হবে আমরা এসে দেখব। আপনার শেখ হাসিনা প্রতি বিশ্বাস ও আস্থা রাখবেন কারন তিনি আপনাদের কথা চিন্তা করেন আর সে অনুযায়ী কাজ ও করেন।
শুনছি কিছু দিন আগে বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগির নাকি বস্তায় বস্তায় সাহায্য দিয়ে গেছে এটা কি ঠিক,উপস্থিত জনতা না বলে চিৎকার দেয়,তখন তিনি বলেন,তারা কখনোই ক্ষতি গ্রস্থদের পাশে দাঁড়ায় না।
বিএনপি কে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন,ওরা শুধু দেশের ভিতরে ষড়যন্ত্র করে,ওরা এই দেশকে ধ্বংস করতে চায়,ওরা এই দেশটাকে ধ্বংস করতে চেষ্টা করেছিল,ওরা শুধু সরকারের বসে সবে উকুন বাচে কামনাই তো কোনো।
তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির বড় নেতা লন্ডনে বিলাশ বাড়ি থাকে বিরাট আরামে থাকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে গিয়ে পালিয়ে আছে তারেক জিয়া।
তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের আয়োজনে উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।
তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের পরিচালনায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার,কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ ডন,সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বকত পলিন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর